Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৩৮

 যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরাইল

ফিলিস্তিনের গাজায় ৪দিনের যুদ্ধ বিরতিতে অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রীসভা । বিবিসি জানিয়েছে, সর্বসম্মতভাবে এই হামাসের সাথে এই চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা  । 

এই চুক্তির আওতায়, আগামী কয়েক দিনে অন্তত ৫০ জন ইসরাইলিকে মুক্তি দেবে হামাস।আর বিনিময়ে ১৫০ ফিলিস্তিনিকে মুক্ত করে দিবে ইসরায়েলি বাহিনী।

মঙ্গলবার চূড়ান্ত করা চুক্তিতে ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর এই জিম্মিদের বেশিরভাগই নারী ও শিশু। তবে বিদেশি জিম্মিদের মুক্তির বিষয়ে এই মুহূর্তে কোনো আলোচনা হয়নি।

চুক্তির বিষয়ে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, শর্ত অনুযায়ী ইসরায়েলের ৫০ থেকে ১০০ বেসামরিক জিম্মিকে মুক্তি দেবে হামাস। তবে কোনো সামরিক কর্মকর্তাকে মুক্তি দিতে রাজি হয়নি তারা। 

চুক্তি অনুযায়ী, কয়েক দিন ধরে জিম্মিদের ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে। প্রত্যেক দিন ১০ জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। 

Facebook
Twitter
LinkedIn