Search
১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ১লা রমজান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৩২

যুবদল নেতার বাবাকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ

রাজধানীর ওয়ারী এলাকায় বাসায় ঢুকে মিল্লাত মিয়া (৭০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি কবির হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক ফয়সালের বাসায় যায় তার খোঁজ করতে। ফয়সাল সে সময় বাসায় ছিল না। তার বাবা মিল্লাত মিয়ার সঙ্গে ওই যুবকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিল্লাত মিয়া অসুস্থ হয়ে পড়েন এবং পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। রাতেই তাকে আজগর আলী হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি মারা যান।

ওসি কবির হোসেন জানান, মিল্লাত মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে শোক জানানো হয়েছে। শোকবাণীতে বলা হয়েছে, মিল্লাত মিয়া ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফয়সাল মাহবুব মিজুর বাবা। বিএনপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, ফয়সালের বাসায় ঢুকে মারধর করে মিল্লাত মিয়াকে হত্যা করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn