“সাঈদ ইবনে হানিফ এর রিপোর্ট:
যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ৫ই জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় ওয়াদিপুর আলিম মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন , উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ গোলাম কুদ্দুস । অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল গফুর, মাওলানা বোরহানউদ্দিন , মাওলানা আব্দুল আলিম, অধ্যাপক রোস্তম আলী,সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে আপাতত যুব বিভাগের এবং শ্রমিক কল্যাণের ফেডারেশনের (বাসুয়াড়ি ইউনিয়ন) শাখার কার্যক্রম বন্ধ থাকবে । তিনি বলেন , জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের সাথে থাকতে হলে একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ি করা যাবে না । সকল দলীয় কর্মীদের সঙ্গে দ্বীনি ভাইয়ের মত আচরণ করতে হবে । এসময় তিনি মনে করিয়ে দেন । যে সব যুবকের রক্তের বিনিময়ে ২৪ এর স্বাধীনতা অর্জন হয়েছে তাকে টিকিয়ে রাখতে হবে । দীর্ঘ ১৫/১৬ বছরের জিম্মি দশা থেকে (যে সকল ছাত্র জনতা )দেশ জাতি কে মুক্তির স্বাদ এনে দিয়েছে । তাদের আখাঙ্মিত স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের কে আরও সোচ্চার এবং স্বচেতন নাগরিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সম্মেলনের মাধ্যমে ২০২৫ /২৬ সালের জুন্য ৮নং বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে সাবেক ছাত্র শিবির নেতা মোঃ আবু মোছার নাম এবং সেক্রেটারি মোঃ আব্দুল জলিল এর নাম ঘোষনা করা হয় । এই ঘোষিত কমিটিই পর্যায় ক্রমে ইউনিয়নের ওয়ার্ড কমিটি নির্বাচন করবে ।