২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৪৪
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৪৪

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

প্রায় আড়াই বছরের জন্য বিসিবির মিডিয়া রাইটস তথা সম্প্রচার সত্ব কিনে নিয়েছে বেনটেক লিমিটেড। একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বিসিবির দরপত্রে অংশ নেয়া মার্কেটিং এজেন্সিটি ভিত্তি মূল্য ১৬১ কোটি ৫০ লাখ টাকায় (১৯ মিলিয়ন ডলার) সম্প্রচার সত্ব পেয়েছে।

এখানে প্রোডাকশনের ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। এবং প্রোডাকশনের বিষয়টি বিসিবির হাতেই থাকছে। ১৮ মে ২০২১ থেকে ৫ অক্টোবর ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সকল হোম সিরিজের সত্ব বেনটেকের দখলেই থাকছে। এই মেয়াদকালে বাংলাদেশ দল ঘরের মাঠে ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-২০ ম্যাচ খেলবে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই বিসিবির সঙ্গে বেনটেকের দীর্ঘমেয়াদী চুক্তির যাত্রা হচ্ছে। আসন্ন সিরিজটা সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস। বিসিবি একাডেমির সামনে বিসিবি ও বেনটেকের যৌথ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn