Search
৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ৬ই রমজান, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৩৯

যে কারণে বাইডেনকে ‘গজনি’ বলে কটাক্ষ কঙ্গনার

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত না জানিয়ে উল্টো তাকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন কঙ্গনা রানাউত।

তাকে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘গজনি’ সিনেমার আমির খানের সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা। মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘গজনি বাইডেন’।

অন্য সব বলিউড তারকা জো বাইডেনকে সাদরে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু কঙ্গনা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে বলেছেন, ‘গজনি বাইডেন’।

ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বড় করে তুলে ধরতে গিয়েই জো বাইডেনকে খাটো করেছেন কঙ্গনা।

টুইটে কঙ্গনা লিখেছেন– ‘গজনি বাইডেনের কথা বলতে পারি না! ৫ মিনিট পর পর (বয়স্ক) লোকটার মেমোরি ক্রাশ করে। তার লোকজন কী সব ওষুধপত্র খাওয়ায়, কে জানে! মনে হচ্ছে কমলা হ্যারিসকেই সবটা সামলাতে হবে। জো বাইডেনকে কেবল সামনে বসিয়ে রেখে তাকেই শো চালিয়ে নিতে হবে।

Facebook
Twitter
LinkedIn