Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১০:১৭

যে কোন মূল্যে ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করা হবে: ফখরুল

যে কোন মূল্যে দশ ডিসেম্বরের সমাবেশ সফল করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকালে খালেদা জিয়ার গুলশানের কার্য়ালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ১০ডিসেম্বরের গণসমাবেশ উপলক্ষে সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের সাথে বিএনপি নেতৃবৃন্দের প্রস্তুতি সভার আয়োজন করা হয়।সেখানে যোগ দেন বিএনপি পন্থী বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাধা গ্রেপ্তার উপেক্ষা করে বিএনপির সমাবেশের প্রস্তুতি চলছে। গণতন্ত্র ফিরে পেতে চাইলে ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook
Twitter
LinkedIn