২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৫৭
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৫৭

যে ১৩ ফেসবুক ও ইউটিউব আইডির বিরুদ্ধে জিডি করেছেন শাকিব

ফেসবুকে ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার এবং মানহানির অভিযোগ এনে একটি পোস্ট দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। জানিয়েছিলেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি। এবার সেটাই করলেন। অপপ্রচার ও মানহানিতে জড়িতদের বিরুদ্ধে শাকিবের পক্ষে থানায় জিডি করলেন তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন মনিরুজ্জামান। সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১৩২৭। ১৩টি ফেসবুক ও ইউটিউব আইডি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে।বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান।

জিডি থেকে জানা যায়, ওই ১৩টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলগুলো হচ্ছে ‘পূর্ণিয়ার খোঁজ, ‘বড় ভাই’, ‘বদ বচন ২.০’, ‘আরজে নীরব’, ‘হাসান সাইদুল’, ‘০২০ চ্যানেল’, ‘দ্য ইয়াং ফেলো’, ‘এসকে মিডিয়া’, ‘শাবিজ গ্লাম রুম’, ‘স্বপন আহমেদ’, ‘দেশ বাংলা’, ‘ডিজিটাল বাংলাদেশ নিউজ-ডিবিএন’ ইত্যাদি।

শবনম বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকেই শাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা শুরু করেন অনেকে। তাকে নিয়ে বিভিন্ন গুজবও ছড়ানো হয় ফেসবুক ও ইউটিউবে। শুরুতে এ নিয়ে কিছু না বললেও সপ্তাহখানেক আগে নিজের ফেসবুকে জানিয়েছিলেন, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন তিনি। অবশেষে ১৩টি ফেসবুক পেজ ও ইউটিউব আইডির বিরুদ্ধে জিডি করলেন এ নায়ক।

Facebook
Twitter
LinkedIn