২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৫৫

রংপুর রাইডার্সের অধিনায়ক হয়ে যা বললেন সোহান

এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়কের দায়িত্ব পেলেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তাকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে রংপুর রাইডার্স। 

রোববার অধিনায়কের দায়িত্ব পেয়ে সোহান জানান, খেলার সময় কোনো ব্যক্তিগত লক্ষ্য থাকে না তার। 

রংপুর রাইডার্সের নতুন এই অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় এবারের দলটি অনেক তরুণ ও ভারসম্যপূর্ণ। আমরা যদি আমাদের জায়গা থেকে ভালো কিছু করতে পারি, অবশ্যই ভালো কিছু আশা করব। সবাই যারা আছে, তাদের জন্য বড় সুযোগ। আমরা যদি সবাই সেরাটা দিতে পারি তাহলে ভালো কিছু হবে।’

সোহান বলেন, ‘যখন খেলি আমি, তখন ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকে না। অধিনায়কত্ব করি কিংবা না করি দলের ওপরই ফোকাস থাকে। আমার জন্য দলে যে মূল্যবান জায়গা থাকবে, ওই জায়গায় পারফর্ম করতে চাই।’

বিপিএলের নেতৃত্ব কতটা চ্যালেঞ্জিং, এমন প্রশ্নের জবাবে সোহান জানান, তিনি সবসময়ই চ্যালেঞ্জকে উপভোগ করেন। জীবনের সবক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন তিনি। 

সোহান বলেন, ‘চ্যালেঞ্জ জীবনের সবক্ষেত্রেই। ক্রিকেট হোক বা অন্য যেকোনো পেশায় চ্যালেঞ্জ থাকবে। কে কীভাবে নিচ্ছে, যার যার ব্যক্তিগত বিষয় থাকে। আমার মনে হয় সবসময় চ্যালেঞ্জ উপভোগ করি। অবশ্যই নিজের জায়গা থেকে সেরাটা দিতে পারব।’

Facebook
Twitter
LinkedIn