১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৫১
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৫১

রওশন এরশাদকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নেয়া হয়েছে

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, সাবেক ফার্স্টলেডি ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রাত সাড়ে ৯টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পৌঁছেছে। তার অবস্থা অপরিবর্তিত। এখন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হবে রওশন এরশাদের। এর আগে শুক্রবার সন্ধ্যায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

Facebook
Twitter
LinkedIn