Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩৭

রবির স্পেকট্রাম ব্যান্ড নবায়ন করেছে

A truck drives by a sign indicating the border closure from England to France on a road in Calais on December 21, 2020 as countries worldwide banned arrivals from the UK on december 20 over a new highly infectious coronavirus strain Britain said was "out of control", as the WHO called for stronger containment measures. (Photo by DENIS CHARLET / AFP)

রবির স্পেকট্রাম ব্যান্ড নবায়ন করেছে

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের এমএইচজেড (MHz) স্পেকট্রাম ব্যান্ড নবায়ন করা হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোম্পানিটির ৯০০ (ই-জিএসএম) এমএইচজেড (MHz) এবং ১৮০০ এমএইচজেড স্পেকট্রাম ব্যান্ড নবায়ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

ত্র জানায়, গত ২০ ডিসেম্বর বিটিআরসি রবির ১৫ বছরের জন্য এমএইচজেড স্পেকট্রাম ব্যান্ড নবায়ন করেছে।

রবিকে স্পেকট্রাম ফি বাবদ ২৩ কোটি ৯৭ লাখ ৭২ হাজার টাকা ব্যয় করতে হবে। আগামী ২০২৫ সাল পরযন্ত ৬ কিস্তিতে রবি এই টাকা পরিশোধ করতে পারবে।

Facebook
Twitter
LinkedIn