পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন-সংক্রান্ত একটি পর্ষদ সভা গত বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুজন পরিচালকের অসুস্থতার কারণে সভাটি বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন করে সভার তারিখ ঘোষণা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ শাহেদুল আলম বণিক বার্তাকে বলেন, গতকাল আমাদের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দুজন পরিচালক অসুস্থ বোধ করার কারণে অনিবার্য কারণে সভাটি বাতিল করতে হয়েছে। সভার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রবি আজিয়াটার আয় দাঁড়িয়েছে ৬ হাজার ৯৬ কোটি টাকায়। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ৫ হাজার ৬৪৪ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ১৬৭ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১১৬ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৪ শতাংশ। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬১ পয়সা।
এদিকে ২০২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রবি আজিয়াটার আয় হয়েছে ২ হাজার ৮৫ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ১ হাজার ৯৩৩ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৭ দশমিক ৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৬ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩৮ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১২২ শতাংশ। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮ পয়সা
২০২১ হিসাব বছরের জন্য ৩ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে রবি। ৩১ মার্চ ২০২১ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) জন্য এ লভ্যাংশ দিয়েছি কোম্পানিটি। গত বছরের ৯ ডিসেম্বর স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তহবিল ব্যবহারের সময় বাড়ানোর সিদ্ধান্ত জানায় রবি। এজন্য গত ২৪ জানুয়ারি বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়েছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৩০ ডিসেম্বর।