২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১১:৪২

রমজানে শিল্পী সমিতির মাসব্যাপী ইফতার আয়োজন

রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত মাহে রমজানের উপলক্ষ্যে রোজার প্রথম দিন থেকে শেষ পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এফডিসিস্থ সমিতির স্টাডিরুমে এই ইফতার আয়োজন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। 

এই আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন সিনেমা সংশ্লিষ্ট সকলেই ইফতার করার সুযোগ পাবেন। শিল্পী সমিতির ফান্ড থেকে নয় সমিতির সক্রিয় কেবিনেট মেম্বারদের চাঁদায় মাসব্যাপী এই ইফতার আয়োজ করা হচ্ছে। সম্প্রতি সমিতির কার্যকারি পরিষদের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সাইমন সাদিক। 

তিনি আরো বলেন, ‘শিল্পী সমিতিতে মাসব্যাপী ইফতার আয়োজন সমিতির ফান্ড থেকে নয়, সক্রিয় কেবিনেট মেম্বাররা টাকা দিয়ে এই ইফতার আয়োজনের ব্যবস্থা রেখেছি। এবারে শিল্পী সমিতির ইফতার আয়োজনে আগের যা বাজেট ছিলো তার দ্বিগুণ বাজেট রাখা হয়েছে। এফডিসি ও সিনেমা সংশ্লিষ্ট সবাই এই ইফতার আয়োজন অংশ নিতে পারবেন।

এছাড়াও শিল্পী সমিতির পক্ষ থেকে সব সদস্যদের বাসায় ঈদ উপহার সামগ্রী পাঠানো এবং অসহায় শিল্পীদের জন্য বিশেষ সাহায্য থাকবে বলেও জানান সাইমন।

Facebook
Twitter
LinkedIn