২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪৯
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪৯

রাইট শেয়ার ইস্যু করবে অগ্রণী ইন্স্যুরেন্স

রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। শনিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা স্টক একচেঞ্জকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সূত্র মতে, কোম্পানিটি ১:৫ অনুপাতে (বিদ্যমান ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার ইস্যু করবে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। অগ্রণী ইন্স্যুরেন্স উত্তেলিত অর্থ দিয়ে পরিশোধিত মূলধন বাড়াবে।

কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। ইজিএম এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশনের সম্মতি পেলেই রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

Facebook
Twitter
LinkedIn