২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:১৬

রাজধানীতে কোরবানির হাট জমজমাট

রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। সোমবার হাটে ক্রেতার সমাগম ও বেঁচাকেনা দুই-ই বেড়েছে। দাম কিছুটা বেশি হলেও পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। 

আজ বিকেল থেকে বেঁচাকেনা আরও বাড়বে বলে আশা করছে ব্যাপারীরা। হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। আজ গাবতলী পশুরহাট পরিদর্শন করেন পুলিশের আইজি। 

আর দুই দিন পরেই পবিত্র ঈদুল আযহা। এই ঈদে পছন্দের পশু কোরবানি করতে এখন হাটমুখি অনেক মানুষ। বিক্রেতাদের অপেক্ষা শেষ হয়েছে। 

বিক্রেতারা জানান, অন্যান্য দিনের তুলনায় সোমবার বেড়েছে ক্রেতার সমাগম। বেচা বিক্রিও হচ্ছে ভালো। তবে ছোট থেকে মাঝারি ধরনের গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। অনেক বিক্রেতা এখনো অপেক্ষায় শেষ দিনের একটু ভালো দামের আশায়।

দরদাম করে ক্রেতারাও কিনছেন তাদের পছন্দের পশু। দাম বেশি হলেও পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা।

এদিকে গাবতলীর পশুর হাট পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক। সাংবাদিকদের তিনি জানান, হাটের নিরাপত্তায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।

নির্ধারিত সীমানার বাইরে হাট বসালে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আইজিপি। 

Facebook
Twitter
LinkedIn