২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / ভোর ৫:১১

রাজধানীতে ফের পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবি আদায়ে ঢাকায় আবারও দুইদিন পদযাত্রা করবে বিএনপি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, “সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে ঢাকায় আবারও পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।”

আগামী ৯ ফেব্রুয়ারি রাজধানীর গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শ্যামলী ক্লাব মাঠ থেকে শুরু হয়ে বসিলায় শেষ হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্সসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn