নতুন সম্ভাবনায় নতুন বছরে পা রাখল বিশ্ব, স্বাগত ২০২৪। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষও নতুন বছরকে বরণ করছে নানা আনন্দ আয়োজনে। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাত বারোটা এক মিনিটে রাজধানীর আকাশ ছেয়ে যায় বর্ণিল আতশবাজি আর ফানুসের আলোয়। পুরাতনকে পেছনে ফেলে নতুন আলো নিয়ে আসবে ইংরেজি নববর্ষ এমন প্রত্যাশা সবার। আধুনিকতার নামে উশৃংঙ্খলতা ঠেকাতে নান বাধা ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর।
রাতের আকাশ জুড়ে ঝলমলে আলো বিশ্বকে জানান দিলো নতুন বছরের আগমনী বার্তা। ঘড়ির কাটায় রাত ১২টা বাজতেই ২০২৪ সালকে স্বাগত জানাতে ফানুস আর আতশবাজির বর্ণিল আলোয় গোটা রাজধানী পরিণত হয় আলো ঝলমলে এক অন্য নগরীতে। নিষেধাজ্ঞার বেড়াজাল দমিয়ে রাখতে পারেনি রাজধানীবাসীর উদযাপন।
ঘরের বাইরে উদযাপনে নিষেধাজ্ঞা থাকায় বাড়ির ছাদেই পরিবার বন্ধু-বান্ধাব নিয়ে চলে নতুন বছর বরণে আনন্দ উদযাপন। পরিবারে কনিষ্ঠ সদস্যরাও মেতে ওঠে এই আনন্দে।
নতুন বছর নতুন কিছু নিয়ে আসবে বলেও মনে করেন কেউ কেউ। সবাইকে সঙ্গে নিয়ে নতুন পথ চলার অঙ্গিকার করেন তারা।
রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।