২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৯:২২

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর বিমানবন্দর সড়কের শেওড়া এলাকায় বেপরোয়া গতিতে চলা ভিআইপি-২৭ পরিবহনের একটি বাস উল্টে কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে শেওড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান গণমাধ্যমকে বলেন, সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর থেকে আজিমপুরগামী ভিআইপি-২৭ পরিবহনের দু’বাস শেওড়া রেলগেট এলাকায় পৌঁছালে আগে যাওয়া নিয়ে রেষারেষি করতে থাকে। এরমধ্যে বেপরোয়া গতির কারণে ও এক বাসের ধাক্কায় অন্যটি রাস্তায় উল্টে যায়।

তিনি বলেন, এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অনেকেই আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া কয়েকজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।

Facebook
Twitter
LinkedIn