Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:১৮

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানী ঢাকার বিভিন্নস্থানে স্বস্তির বৃষ্টি হয়েছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যার সময় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। 

ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার সময় এবং আগে ও পরে দেশের চট্টগ্রাম অঞ্চল ছাড়া আর কোথাও খুব একটা বৃষ্টির দেখা মেলেনি। 

এর আগে আবহাওয়া অধিদপ্তর জানায়, অল্প কিছু জায়গায় তাপপ্রবাহ থাকলেও আজ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।  

এছাড়া দেশের বিভিন্ন এলাকায় গরম অব্যাহত আছে। মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী জেলাসহ খুলনা বিভাগরে ওপর দিয়ে।

Facebook
Twitter
LinkedIn