Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:১৭

রাজধানীতে ১৪টি ভলভো বাসে আগুন

রাজধানীর ডেমরার ধার্মিকপাড়ায় একটি গ্যারেজে দাঁড়ানো ১৪টি ভলভো বাস  আগুনে পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি।

আজ সোমবার (১লা এপ্রিল) রাত আটটা পঞ্চাশ মিনিটে এ আগুন লাগে বলে জানা গেছে। বাসগুলো ছিলো বেসরকারি বাস সার্ভিস – লন্ডন এক্সপ্রেসের।

আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু থেকেই ডেমরা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট সক্রিয় রয়েছে। তবে, আগুনের ভয়াবহতা বিবেচনা করে পাশের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরো তিনটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত পৌঁনে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Facebook
Twitter
LinkedIn