২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:২৬
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:২৬

রাজধানীতে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ 

ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেছেন আদালত। 

সম্প্রতি রাজধানীজুরে এগুলোর চলাচল ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আগে এগুলো বিভিন্ন অলিগলিতে চলাচল করলেও এখন মূল সড়কে উঠে আসছে। এতে সড়ক দূর্ঘটনার ঝুঁকি বাড়ছে। 

ঢাকার দুই সিটি করপোরেশন বেশ কয়েকবার ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও তেমন লাভ হয়নি।

Facebook
Twitter
LinkedIn