রাজধানীর ইন্দিরা রোডের খামারবাড়ি এলাকার শেষ মাথায় সড়কে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচটি ম্যানহোলের স্ল্যাব উড়ে গেছে। শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে ঘটনাটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ইন্দিরা রোডের শেষ মাথায় বিকট আওয়াজ তুলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় ওই সড়কের পাঁচটি ম্যানহোল ও স্ল্যাব উড়ে যায়। সড়কটিতে ইতোমধ্যে ছোট বড় কয়েকটি গর্ত তৈরি হয়েছে এবং কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে।
এ ঘটনার পর পরই ওই এলাকায় ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করতে আসে। এবং সড়কের নিচের গ্যাস ও ময়লা পরিষ্কার করে তারা চলে যায়।
এক বাড়ির নিরাপত্তাকর্মী মো. নাজমুল বলেন, বিস্ফোরণের সময় সড়কেই অবস্থান করছিলেন