Search
৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ৯ই রমজান, ১৪৪৬ হিজরি / সকাল ৭:০৭

রাজধানীর ইন্দিরা রোডে বিস্ফোরণ

রাজধানীর ইন্দিরা রোডের খামারবাড়ি এলাকার শেষ মাথায় সড়কে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচটি ম্যানহোলের স্ল্যাব উড়ে গেছে। শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে ঘটনাটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ইন্দিরা রোডের শেষ মাথায় বিকট আওয়াজ তুলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় ওই সড়কের পাঁচটি ম্যানহোল ও স্ল্যাব উড়ে যায়। সড়কটিতে ইতোমধ্যে ছোট বড় কয়েকটি গর্ত তৈরি হয়েছে এবং কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে।

এ ঘটনার পর পরই ওই এলাকায় ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করতে আসে। এবং সড়কের নিচের গ্যাস ও ময়লা পরিষ্কার করে তারা চলে যায়।

এক বাড়ির নিরাপত্তাকর্মী মো. নাজমুল বলেন, বিস্ফোরণের সময় সড়কেই অবস্থান করছিলেন

Facebook
Twitter
LinkedIn