২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৪৬
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৪৬

রাজনীতি ছাপিয়ে কিসের ইঙ্গিত মিমি-পার্নোর

একই রাজনৈতিক দলের সহ-অভিনেতাদের মধ্যে উপহার বিনিময় নিয়মিতই ঘটে। এই ঘটনায় দুই বিরোধী দলের রাজনীতিবিদ যদি ঘটান তা হলেই উদাহরণ তৈরি হয়। তেমন উদাহরণই তৈরি করলেন মিমি চক্রবর্তী আর পার্নো মিত্র।

মঙ্গলবার সকালে তৃণমূলের তারকা সংসদ সদস্য মিমি বিজেপির সদস্য পার্নোকে এক বাক্স আম উপহার পাঠিয়েছেন। আম পেয়ে খুশি পার্নো! ঝটপট ছবি তুলে ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামে।

সেই পোস্টে তিনি ট্যাগ করেছেন মিমি চক্রবর্তীকে। ছবি নিয়ে পার্নো লিখেছেন, মিমির এই ‘ভাল মন’ টকে তিনি বড্ড ভালবাসেন।

একই দলের দুই তারকা সংসদ সদস্য মিমি-নুসরাত জাহানের বন্ধুত্ব যেমন নিবিড় ততটাই গভীর মিমি-পার্নোর বন্ধুত্বও। সেই বন্ধুত্বের খাতিরেই বিধানসভা নির্বাচনের আগে দুই বিরোধী শিবিরের বন্ধু গোয়া বেড়াতে চলে গিয়েছিলেন। যদিও তাদের এই বেড়াতে যাওয়া নিয়ে কম সমালোচনা হয়নি।

অনেকেই ভেবেছিলেন, বন্ধুর হাত ধরে শাসকদল ছেড়ে মিমি বিরোধী শিবিরে পা রাখার চেষ্টা করছেন। পরে যদিও নিন্দুকদের সেই ভাবনা ভুল প্রমাণিত হয়।

নির্বাচনের ফলাফল বেরোনোর আগেও মিমি নেটমাধ্যমে পার্নোকে দুশ্চিন্তামুক্ত থাকার অনুরোধও জানিয়েছিলেন। সেই সময় পার্নো জানিয়েছিলেন, মিমি রীতিমতো শাসন করে বলেছে, একদম দুশ্চিন্তা করবি না। বেশি ভাবলে তুই অসুস্থ হয়ে পড়িস। নিজের শরীরের দিকে খেয়াল রাখ।

একই ভাবে পার্নোর অনুরোধে করোনা মহামারিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তৃণমুলের আরেক সংসদ সদস্য দেব অধিকারী।

এভাবেই দুই ভিন্ন দলের তারকা রাজনীতিবিদেরা সৌজন্যের নজির গড়েছেন। যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তীর মতো তারকা প্রার্থীরা বিজেপির শিবিরে যোগ দেওয়ার পরেই তাদের আন্তরিক শুভেচ্ছা জানান দেব, রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তীসহ একাধিক তৃণমুলের তারকা রাজনীতিবিদ।

Facebook
Twitter
LinkedIn