২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৩৬
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৩৬

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরী- সিইসি

সরকারের পক্ষ থেকে যদি আন্তরিকতা না থাকে তাহলে সুস্ঠু নির্বাচন করা কঠিন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ব্যাপারে  সরকারের সহায়তা কামনা করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন সিইসি।

রাজনৈতিক দলগুলোকে ইঙ্গিত করে তিনি বলেন, রাজপথে শক্তি দেখিয়ে সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন হবে না। ভোটে কার্যকরী প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং কেন্দ্রে তাদেরকেই ব্যালন্স তৈরি করতে হবে।

সিইসি এসময় বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ অপরিহার্য। তাদের মধ্যে ডায়ালগ থাকলে নির্বাচন করা সহজ হবে। নির্বাচনী আইন সংশোধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা অপেক্ষা করছি।

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি (সিইসি) বলেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

Facebook
Twitter
LinkedIn