২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৪:২৯

রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল ও বার্সেলোনা

স্প্যানিশ লিগ ফুটবলে আজ রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং জায়ান্ট বার্সেলোনা। স্যান মেমেস স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে স্বাগতিক অ্যাথলেটিক ক্লাব। নিজেদের সব শেষ ম্যাচে জয় দিয়ে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্বাগতিকদের বিপক্ষে এই জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে উঠতে চায় রিয়াল মাদ্রিদ। 

এদিকে, ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে চায় অ্যাথলেটিক ক্লাবও। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এর আগে, রাত সাড়ে ১১টায় ক্যাম্প ন্যু স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক বার্সেলোনার এবং গেটাফে।    

Facebook
Twitter
LinkedIn