২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৪৩

রামপুরায় অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রামপুরা এলাকা অবরোধ করেছে অটোরিকশাচালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে।

সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রামপুরা এলাকা অবরোধ করেছেন অটোরিকশাচালকরা।

জানা গেছে, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রেখেছেন চালকরা।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান জানান, সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সড়ক অবরোধের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। অফিসগামী অনেক মানুষকে বাস থেকে নেমে পায়ে হেঁটে এবং রাইড শেয়ারিংয়ে যেতে দেখা গেছে।

Facebook
Twitter
LinkedIn