২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৪৪

রামপুরায় সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও দুই জনের মৃত্যু

রাজধানীর রামপুরা বউ বাজারে ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ভাঙারি দোকানের মালিক নাদের আলী (৫০) ও  দোকানের লেবার সিদ্দিক (৬০)। এরআগে গতকাল রবিবার দুপুরে মারা যায় হেলাল।

রবিবার (৬ মার্চ) দিনগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, শরীরের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে নাদের আলী (৫০) ও ৭৪ শতাংশ দগ্ধ নিয়ে সিদ্দিক (৬০) মারা গেছে। তারা দুজনই আইসিইউতে ছিলেন। মারা যাওয়া হেলালের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিলো। 

নিহত নাদের আলী ছেলে মো. রাসেল জানান, তাদের বাড়ি জামালপুর মেলান্দহ উপজেলায়। পরিবার নিয়ে রামপুরা হাজীপাড়ায় থাকেন। ৩ সন্তানের জনক ছিলেন নাদের। আর লেবার হিসেবে তাদের দোকানে কাজ করত সিদ্দিক। তার বাড়ি রাজবাড়ির পাংশায়।

এরআগে, গত ২ মার্চ দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে আগুনের ঘটনা ঘটে। দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি বাকি দগ্ধরা হলেন- শ্রমিক নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)। নূরনবী ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ। 

Facebook
Twitter
LinkedIn