২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪২

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সভা করছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সভা সমাবেশ করছে আওয়ামী লীগ। 

আজ  রোববার (২৯শে জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিজেদের কর্মসূচি পালনে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে আওয়ামী লীগ। আর বিএনপির কর্মসূচি নানাভাবে ব্যাহত করে। কখনো করতে দেয় না।’

চলমান রাজনৈতিক কর্মসূচি আর সরকারবিরোধী আন্দোলনকে আরো বেগবান করতে জোটভুক্ত বিভিন্ন দল ও সমমনা দলের সাথে ধারাবাহিক বৈঠক করে আসছে বিএনপির শীর্ষ নেতৃত্ব৷

সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় সমমনা দলের সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বসে বিএনপির লিঁয়াজো কমিটি৷ মোস্তফা জামাল হায়দারের জাতীয় পার্টি, কল্যাণ পার্টিসহ অংশ নেয় ১২টি দল৷

পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এক দলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে দেশের পুরো চরিত্রই বদলে দিয়েছে আওয়ামী লীগ৷ গোটা দেশকে অশান্ত অবস্থায় নিয়ে গেছে ক্ষমতাসীনরা। নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপির পদযাত্রাসহ সাম্প্রতিক কর্মসূচি পালনে মানুষ আস্থা ফিরে পেয়েছে৷ আন্দোলনে নতুন মাত্রা পেয়েছে বলেও দাবি করেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সরকার পতন আন্দোলন ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপি ঘোষিত সকল যুগপৎ আন্দোলনে একমত হয়েছে ১২ দল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে৷ 

Facebook
Twitter
LinkedIn