২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫৫
২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫৫

রায়ের পর যা বললেন সিনহার বোন

কক্সবাজারের বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় রায়ের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার বোন ও মামলার বাদি শারমিন শাহরিয়ার ফেরদৌস।

সোমবার রায়ের পর এই প্রতিক্রিয়া জানান তিনি।

শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট। তবে রায় যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়।’

একইসাথে রায়ের জন্য আদালতকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি এই মামলায় যারাই যেভাবে সহযোগিতা করেছেন ও সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান তিনি।

আদালতের রায়ে সাত আসামির খালাস পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘যারা খালাস পেয়েছেন, তাদের যে একদম সংশ্লিষ্টতা নেই তা নয়।’

Facebook
Twitter
LinkedIn