সবাই খুশি হয়েছে দীপন হত্যার রায় নিয়ে। কিন্তু রায় দিয়ে আমার কি হবে? দীপন তো আর ফিরে আসবে না। রায়ের প্রতিক্রিয়া জানাতে এভাবেই বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন দীপনের মা ফরিদা প্রধান। মানবজমিনের কাছে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। মানুষ কোন অপরাধ করতে ভয় পাবে। তারা ভাববে যে, অপরাধ করলে শাস্তি হয়। কোন নিরাপরাধ মানুষকে মেরে ফেলা মানে তো পুরো মানবতাকে মেরো ফেলা। দীর্ঘ সময় ধরে রায়ের জন্য অপেক্ষা করছিলাম
বেঁচে থাকতে এ রায় দেখে যেতে পারবো ভাবতে পারিনি। অভিজিতের বাবা তো অভিজিৎ হত্যার রায় দেখে যেতে পারেনি। সরকার সহায়তা করেছে বলেই দীপন হত্যার রায় আমরা দেখতে পেলাম। ছেলে হারানোর কষ্ট কোন কিছু দিয়েই মনকে আমার সান্ত¡না দিতে পারবো না। সারা জীবন এ কষ্ট বুকে নিয়ে আমাকে চলতে হবে। যতদিন না মাটির নিচে যেতে পারবো। মাটির নিচে গেলেই আমার দীপনের কাছে যাওয়া হবে তখনই আমার শান্তি।