২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৩

রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দ্বাদশ সংসদ নির্বাচনর তফসিল বাতিল, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১১তম দফায় ৩৬ ঘন্টার অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছেন দলটির নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাংলামোটর থেকে মিছিল শুরু করে কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড়ে এসে মিছিলটি শেষ করেন তারা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ‘হামলা, মিথ্যা মামলা ও গায়েবি সাজা দিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না। দেশের জনগণ ভাগাভাগি ও পাতানোর নির্বাচন হতে দেবে না।’

Facebook
Twitter
LinkedIn