২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৪৮
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৪৮

রিজভী আহমেদকে দেখতে হাসপাতালে মির্জা আলমগীর

অসুস্থ হয়ে রাজধানীর একটি হসপিটালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার, অক্টোবর ১৩, ২০২০, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

খবর পেয়ে বিকেলে বিনেপি মহাসচিব মির্জা আলমগীর তাঁকে দেখতে যান। তিনি রিজভী আহমেদ’র দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি চিকিৎসকদের কাছ থেকে তার চিকিতসার খোঁজ-খবর নেন।

রিজভীর সহধর্মিনী আঞ্জুমানারা বেগমের সাথেও মহাসচিব কথা বলেন।

এ সময়ে বিএনপি এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ওয়ারেশ আালী মামুন, শায়রুল কবির খানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকদের সাথে কথা হয়েছে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন।

অসুস্থ জ্যেষ্ঠ্য যুগ্ম মহাসচিবের অবস্থা মহাসচিব টেলিফোনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেন।

Facebook
Twitter
LinkedIn