শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে অবস্থিত
ঐতিহ্যবাহী রুসদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তন্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়টির ৪ বারের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আওলাদ হোসেন। সে তন্তর ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের মৃত হাজী আলী আহমেদের পুত্র।বুধবার দুপুর ১২ টার দিকে শ্রীনগর ইউএন’র সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফীর পরিচালনায় নবনির্বাচিত সদস্যদের অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে উক্ত বিদ্যালয়ের সভাপতি পদে মো. আওলাদ হোসেনকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান শেখ, নবনির্বাচিত অভিভাবক সদস্য আব্দুল মঈম কমল, ফরহাদ হোসেন পেল্টু, মাহবুবুর রহমান হারুন, সোহেল সেজাল, দাতা সদস্য আব্দুল কুদ্দুস শেখ, সংরক্ষিত মহিলা সদস্য আরমিন আক্তার, শিক্ষক প্রতিনিধি মো. সাইদুর রহমান, মো. সাইফুল ইসলাম প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত সভায় নবনির্বাচিত অভিভাবক সদস্য আব্দুল মঈম
কমলের প্রস্তাবে ও অভিভাবক সদস্য ফরহাদ হোসেন পেল্টুর সমর্থনে এ সময় সকল নির্বাচিত সদস্যগণ সভাপতি পদে মো. আওলাদ হোসেনকে সমর্থন করেন। রুসদী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে গত ২৩ জুলাই ২০২২ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ।