২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪৫
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪৫

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নাঈম ডেইরী ফুড এন্ড মেডিসিন নামক এক ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় দোকানে থাকা নগদ টাকাসহ প্রায় সোয়া চার লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় সন্ত্রাসীরা। রবিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রতিষ্ঠানের মালিক বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

ব্যবসায়ী নাঈম মিয়া জানান, ব্যবসা পরিচালনা করতে গিয়ে পার্শ্ববর্তী কালাদী লস্কর বাড়ীরটেক এলাকার ইমন, রোমান, সবুজসহ কয়েকজনের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত রবিবার তার মালিকানাধীন নাঈম ডেইরী ফুড এন্ড মেডিসিনের দোকানে ভাংচুর করে।

এ সময় ক্যাশে থাকা নগদ দুই লক্ষ বিশ হাজার টাকাসহ প্রায় সোয়া চার লাখ টাকার জিনিসপত্র লুটে নেয় নিয়ে যায়। এঘটনায় সোমবার নাঈম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn