রাজশাহীতে রেললাইন ভাঙা থাকায় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস। সোমবার বেলা ১১টার দিকে চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনার এক ঘণ্টা পর আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। তবে রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল। এ সময় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এক ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। রেল যোগাযোগ বন্ধ থাকায় আটকা পড়েছিল চিলাহাটি-রাজশাহী রুটের বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এবং যশোর-রাজশাহী রুটের কপোতাক্ষ ট্রেন। তবে রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।