গাজীপুরের জয়দেবপুরে দুর্ঘটনার কারণে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
প্রতিটি ট্রেন দুই থেকে তিন ঘণ্টা দেরিতে চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ শনিবার (৪ই মে) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জয়দেবপুর জংশনে তেল ও যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির উদ্ধার কাজ এখনও শেষ হয়নি। ফলে এ লাইন দিয়ে যাতায়াত করা ট্রেনগুলোর শিডিউল বিপর্যয়ে পড়ে। ডাবল লাইনের ঢাকা-জয়দেবপুর রেলপথের একটি দিয়ে ট্রেন চলাচল করছে।
সাধারণ সময়ে কমলাপুর স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে রংপুরের উদ্দ্যেশে ছেড়ে যায়। শিডিউল বিপর্যয়ের কারণে আড়াইটার পরও ঢাকার কমলাপুর স্টেশনে এসে পৌঁছাতে পারেনি ট্রেনটি। ওই রুটে চলাচলকারী বেশিরভাগ ট্রেনেরই এমন শিডিউল বিপর্যয়ে পড়েছে।
ট্রেনের এমন শিডিউল বিপর্যয়ে কাঙ্খিত ট্রেনটি কখন আসবে, ছাড়ার সময় সম্পর্কে সঠিক তথ্য জানা যাচ্ছে না। এদিকে, সকাল থেকে কাঙ্খিত ট্রেনের অপেক্ষায় থেকে ক্লান্ত হয়ে পড়েছেন অনেক যাত্রী।
কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। অনেকেই ভিড় করছেন এলইডি বোর্ডের সামনে। সেখান থেকেও পাওয়া যাচ্ছে না সঠিক কোন তথ্য।