২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:০৩
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:০৩

রোজার পণ্য বিক্রি শুরু টিসিবির

পবিত্র রমজান উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে টিসিবির বিশেষ পণ্য বিক্রি কার্যক্রম। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক কোটি মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহ করার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রথম ধাপে কার্যক্রম চলবে ৬ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত।

পরবর্তীতে ২৭ মার্চ থেকে এপ্রিলের ২৫ তারিখ পর্যন্ত চলবে কম দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি কার্যক্রম।

টিসিবির খোলা ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা ও সয়াবিন তেল ১১০ টাকা প্রতি লিটার কেনা যাবে।

রাজধানীতে ১৫০টি খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও ১৫ মার্চ থেকে উপকারভোগী পরিবারের মাঝে তালিকা অনুসারে পণ্য বিক্রি করবে টিসিবি।

Facebook
Twitter
LinkedIn