২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৩

রোজায় স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক অভিভাবকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার  বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

গত ৮ই ফেব্র“য়ারি রমজানের প্রথম ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলায় জানায়, রমজানে প্রথম ১০ দিন ক্লাস চলবে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন এক অভিভাবক। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদা খানম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান।

Facebook
Twitter
LinkedIn