Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৫৫

র‍্যাবের ওপর হামলা, গুরুতর আহত ২ সদস্যকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

চট্রগ্রামের বারইয়ারহাটে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র‍্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (২৫মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে সাদা পোশাকে র‍্যাবের একটি দল তথ্য সংগ্রহের কাজে মিরসরাই গিয়েছিল। তাদের ওপর সংঘবদ্ধ একটি চক্র চট্রগ্রামের বারইয়ারহাট পৌর বাজারেই উদ্দেশ্যমূলকভাবে হামলা চালিয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলে, হামলার ঘটনায় আমাদের দুই সদস্য আহত হয়েছেন। পরে র‍্যাব ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। উন্নত চিকিৎসার জন্য আহতদের ফেনীর ভাষা শহিদ সালাম স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Facebook
Twitter
LinkedIn