করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটায় দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামীকাল সোমবার থেকে সাতদিন দেশব্যাপী এ লকডাউন কার্যকর থাকবে। লকডাউন চলাকালীন শুধুমাত্র কলকারখানা ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। লকডাউন বাস্তবায়নের রূপরেখা তৈরিতে গতকাল বিকালে জরুরি বৈঠক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৈঠকের সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার দুপুরে লকডাউন ঘোষণার বিষয়টি ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে মাধ্যমে গণমাধ্যমকে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।