Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:০৮

লজ্জায় সাকিবের অবসর নেওয়া উচিত: শেবাগ

বলে ধার নেই, ব্যাটেও রান নেই সাকিব আল হাসানের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের খেলা দুই ম্যাচেই ব্যর্থ সাকিব। দুই ম্যাচেই বল হাতে পাননি কোনো উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো অধিনায়ক শান্ত এক ওভারের বেশি বল করানোর সাহসই করেননি। তবে সাকিবের ব্যর্থতা আরও বড় হয়ে ফুটেছে ব্যাট হাতে। দুই ম্যাচেই দলের চরম গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন সাকিব।

বয়স পেরিয়েছে ৩৭। চোখের সমস্যায়ও ভুগছেন। সাকিব আল হাসান বড্ড অপরিচিত শেষবেলায়। গোটা ক্যারিয়ারেই অবিশ্বাস্য ধারাবাহিক সাকিব গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই ভুগছেন ফর্মহীনতায়। ব্যাট কিংবা বল; কোনটাই ঠিকঠাক হচ্ছে না তার। সবচেয়ে বড় কথা দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হয়েও দায়িত্বজ্ঞানহীন শটে প্রতিবার উইকেট ছুড়ে দিয়ে আসছেন তিনি। দলের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পুরোপুরি ব্যর্থ সাকিবের নামে স্টেডিয়ামে উঠছে ‘ভুয়া ভুয়া’ স্লোগান পর্যন্ত।


শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফর্মে ফিরবে বলেই আশা করেছিল সবাই। কিন্তু নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রথম ওভারে ৬ রান দেয়ার পর তাকে আর বোলিং দেননি অধিনায়ক শান্ত। ব্যাট হাতে ফুরফুরে সাকিবকে পাওয়া যাবে বলে আশা করা হলেও সে ভূমিকায়ও হয়েছেন ব্যর্থ। ২৯ রান দুই উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুকছে তখন তাওহীদ হৃদয়কে সঙ্গ দেয়ার বদলে আনরিখ নরকিয়ার শট বলে অযথাই  পুল করে ছুড়ে দিয়ে এসেছেন উইকেট। ৪ বলে ৩ রানের ইনিংস দলের বিপদই বাড়িয়েছেন তিনি।

Facebook
Twitter
LinkedIn