২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫৯
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫৯

লতাদির প্রয়াণে আমি ভাষা হারিয়ে ফেলেছি: মোদি

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকে স্তব্ধ হয়ে পড়েন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ মোদি।

এক টুইটবার্তায় মোদি লেখেন— আমি ভাষা হারিয়ে ফেলেছি। অত্যন্ত দয়ালু ও আদরের লতাদিদি আমাদের ছেড়ে চলে গেলেন।

কোকিলকণ্ঠীর প্রয়াণে এভাবেই শোকপ্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর আনন্দবাজার পত্রিকার।

টুইটবার্তায় তিনি আরও লেখেন— তার চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করল, যা কখনওই পূরণ হওয়ার নয়। ভারতীয় সংস্কৃতির একজন কিংবদন্তি হিসেবেই লতা মঙ্গেশকরকে মনে রাখবে আগামী প্রজন্ম, যার সুরেলা কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে।

ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলা গান ও আগের শিল্পীদের এত ভালোবাসা দেওয়ায় প্রয়াত কোকিলকণ্ঠীকে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি লতাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন নবতিপর এ শিল্পী।

প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে।

কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি। স্থানীয় সময় সকাল ৮টা ১২ মিনিটে মাল্টি অরররআন ফেলিওরে মৃত্যু হয় সুরসম্রাজ্ঞীর।

Facebook
Twitter
LinkedIn