Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৫৬

লিজেন্ডস ট্রফিতে রফিক-বেলিমের চোখ ধাঁধানো পারফরম্যান্স

লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি টেন ডট টেন বা এলসিটি টেন ডট টেন শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিন আলো ছড়িয়েছেন দেশের সাবেক দুই কিংবদন্তি মোহাম্মদ রফিক ও জাভেদ ওমর বেলিম।

প্রথম ম্যাচে নির্ধারিত ৭০ বলে ৬ উইকেট হারিয়ে ১১২ রান জড়ো করে একমি স্ট্রাইকার্স। হান্নান সরকার শিকার করেন দুটি উইকেট। ১৩ বলে ২২ রান করেন রফিক।

জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান জড়ো করতে সমর্থ হয়েছে জেমকন টাইটান্স। জাভেদ ওমর বেলিম অপরাজিত থাকেন ৪৯ রানে, ৩২ বলের মোকাবেলায় হাঁকান ৭টি চার ও ১টি ছক্কা। বোলিংয়েও উজ্জ্বল রফিক। ২২ বল করে মাত্র ১০ রানের খরচায় ২ উইকেট শিকার করেন বাঁহাতি এই কিংবদন্তী।

Facebook
Twitter
LinkedIn