Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৪২

লিটনের মারমুখি সেঞ্চুরি

দল হারের মুখে। তবে মিডল অর্ডারে দাঁড়িয়ে গেলেন লিটন দাস। শুধু তাই নয়, ওয়ানডে স্টাইলে করেন ফিফটি। এরপর একটু ধীর লয়ে আগান। তবে আশির ঘরে যখন পৌঁছান, তখন তিনি ছিলেন বেশ আক্রমণাত্মক। হাঁকান কয়েকটি বাউন্ডারি। আর তাতেই ক্রাইস্টচার্চ টেস্টে দারুণ এক সেঞ্চুরি পেয়ে গেছেন লিটন দাস।

এটি লিটনের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ৬৯ বলে ফিফটি পূর্ণ করা লিটন সেঞ্চুরি পান ১০৬ বলে। ১৪টি চারের সাথে তিনি হাঁকান একটি ছক্কাও।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের রান সাত উইকেটে ২৬৯। ক্রিজে স্বীকৃত ব্যাটসম্যান বলতে গেলে আছেন শুধু লিটন দাসই। তার সঙ্গে ক্রিজে পেসার তাসকিন আহমেদ। ইনিংস হার এড়াতে এখনো ১২৬ রান দরকার বাংলাদেশের।

Facebook
Twitter
LinkedIn