২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:২৫

লেনদেনের শীর্ষে জিএসপি ফিন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে জিএসপি ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির ৪৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি ১ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৯৪৯টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২৮ লাখ ৬৬ হাজার ১৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৫১ লাখ টাকা।

ওয়ান ব্যাংক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৬২  লাখ ৮৫ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৬০ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকন্টস, আইএফআইসি ব্যাংক, সোনালি পেপার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn