২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৫৩

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৭৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি ৪৭ লাখ ৯৭ হাজার ১৫৪টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির  ১৯  লাখ ১৯ হাজার ৩৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৬৭ লাখ টাকা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ২ লাখ ৫৯ হাজার ৬৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৯০ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স,ওয়ান ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, সোনালী পেপার, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn