শরিফুল ইসলাম একটি উইকেট নিয়েছেন। কিন্তু তাতে ক্রাইস্টচার্চে কিউইদের আধিপত্যে খুব একটা হেরফের হয়নি। তাদের প্রাধান্য অব্যাহত রয়েছে। ১ উইকেটে তাদের সংগ্রহ ১৮৯ রান। আজকের দিনের খেলা বাকি আছে আরো ৪০ ওভার।
দ্বিতীয় টেস্টে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। আশা করেছিলেন, ক্রাইস্টচার্চের সবুজ উইকেট থেকে ফায়দা তুলতে পারবেন। কিন্তু তা হয়নি। বরং টম লাথাম ও উইল ইয়ং সাবলীল গতিতে দলকে এগিয়ে নেন। এই জুটি ১৪৮ রান করে। এরপর শরিফুল বিদায় করেন উইল ইয়ংকে। তিনি ৫৪ রান করে আউট হন। প্রথম টেস্টের নায়ক এবাদত এখন পর্যন্ত কোনো শিকার করতে পারেননি।
তবে ল্যাথাম অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন। তিনি ১০৯ রান করে অপরাজিত রয়েছেন। ইবাদতের করা নবম ওভারে দুটি রিভিউ নিয়ে বেঁচে যান ল্যাথাম। দুটি রিভিউ নিউজিল্যান্ডের পক্ষে যাওয়ার পর বাংলাদেশ শিবিরে হতাশা ভর করে।
উল্লেখ্য, প্রথম টেস্টে দারুণ জয়ের পর এই টেস্টে বাংলাদেশের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল।
প্রথম টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। আর এক পরিবর্তন নিয়ে মাঠে নামে কিউইরা।
এ ম্যাচে বাংলাদেশ খেলছে মুশফিকুর রহিমকে ছাড়াই। কুঁচকির চোটের কারণে খেলতে পারছেন না দেশসেরা এ ব্যাটসম্যান। তার জায়গায় খেলছেন নুরুল হাসান, উইকেটকিপিংয়ের দায়িত্বও পালন করছেন তিনি। আর আঙুলের চোটে আগেই ছিটকে যাওয়া মাহমুদুল হাসানের জায়গায় অভিষেক হয়েছে মোহাম্মদ নাঈমের। বাংলাদেশের ১০০তম টেস্ট ক্রিকেটার হয়ে গেছেন এ বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।