ব্যাপক আতঙ্ক সৃষ্টি করলেও মাঝারি শক্তি নিয়ে সন্ধ্যার পরেই উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় সিত্রাং। বর্তমানে সেটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপটি এখন ময়মনসিংহ এলাকায় অবস্থান করছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে বাংলাভিশনকে এই তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মু. আবুল কালাম মল্লিক।
তিনি জানান, ‘ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করেছে। এখন এটি স্থল নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট হয়ে ভারতের আসামের দিকে যাচ্ছে। এখন এর অবস্থান ময়মনসিংহের কাছাকাছি।’
স্থল নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এর প্রভাবে মঙ্গলবারও বৃষ্টি থাকবে বলে জানান তিনি।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর হুঁশিয়ারী সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ