পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগদ অর্থের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শনিবার (৩০ এপ্রিল) সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে শুক্র ও শনিবার (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) তফসিলি ব্যাংকগুলো খোলা থাকবে।
তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করতে ব্যাংকগুলো যথাক্রমে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত এবং শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত খোলা থাকবে।
সূত্র : ইউএনবি