Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৫৮

শাকিবের খানের নতুন সিনেমার নাম ঘোষণা

শাকিব খানকে নিয়ে রায়হান রাফী নির্মাণ করছেন ‘তুফান’ নামে নতুন এক সিনেমা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ। 

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করে জানানো হয় সিনেমাটির নাম। এই ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান, রায়হান রাফি ও তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। তারা জানান, শাকিব খানের মত বড় তারকা নিয়ে বড় ক্যানভাসেই সিনেমাটি বানাবেন তারা। 

এ সময় শাকিব খান বলেন, দুই দেশের বড় তিন প্রযোজনা সংস্থা মিলে এই সিনেমার পিছনে লগ্নী করছে। আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়েই এই যৌথভাবে আগাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের সিনেমা বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর। আমরাদের  সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মত কয়েকশ’ কোটি টাকা ব্যবসা করবে এমন খবর শুনব। হতে পারে তুফান আমাদের সে সুযোগ এনে দেবে।’

রাফী বলেন, সুরঙ্গ  সিনেমা পর আমার অনেক বড় স্বপ্ন ছিলো বড় আয়োজনে সিনেমা বানানোর। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সাথে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেবো।’

আগামী বছর দেশ ও বিদেশে মুক্তি পাবে শাকিব খানের ‘তুফান’। তবে এই সিনেমায় শাকিবের নায়িকা কে হবে তা এখনো জানা যায়নি।

Facebook
Twitter
LinkedIn