২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:৫৪

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন পূজা

শাকিব-বুবলীর গোপন বিয়ে ও সন্তান— কাণ্ডে জড়িয়ে পড়েছে আরেক নায়িকা পূজা চেরির নাম। ঢালিউড অন্দরমহলের খবর, কনিষ্ঠ এই নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কিং খান। সাধারণ মানুষের কানেও পৌঁছে গেছে খবরটি। এ নিয়ে নেটদুনিয়ায় চলছে মুখরোচক আলোচনা। এরমধ্যে এ নায়িকার যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। দুইয়ে দুইয়ে চার মেলাতে বসে গেলেন সমালোচকরা। এতে যেন কিছুটা ত্যক্ত-বিরক্তই হলেন পূজা। ফেসবুক থেকে মুছে দিলেন যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পোস্ট।

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও মুখ খুললেন তিনি। কিছুটা অভিমান ও ক্ষোভ মিশ্রিত সুরে গণমাধ্যমকে এই নায়িকা জানান, ‘আমি যখনই যার সঙ্গে কাজ করেছি তখনই তার সঙ্গে প্রেম করছি বলে গুঞ্জন ছড়িয়েছে। সিয়াম, আদ্রিত এদের সঙ্গে পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছি। অনেকে সেটাকেও বাস্তবের রোমাঞ্চ বলে বেড়িয়েছেন। এমনও শুনেছি, আমি নাকি সিয়ামের বিয়ের দিন ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছি! কিন্তু বিষয়টি কি সত্যি হয়েছে? এমন তো না আমি অনেক কাজ করে ফেলেছি, আমার ক্যারিয়ার এখন নেই। তাই প্রেম, বিয়েশাদি করে চলে যাব।’

সত্যি সত্যি কি শাকিবের সঙ্গে প্রেম চলছে? এবার কিছুটা কূটনৈতিক ভাষায় জবাব দিলেন পূজা, ‘মিথ্যা বলব না, প্রেম তার সঙ্গে করেছি; সেটা চরিত্রের জন্য, সিনেমার জন্য।’

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? কেউ কি দেখেছেন, আমি ও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি?’

সত্যিই যদি কোনো সম্পর্ক না থাকে তবে কে রটাচ্ছে এসব? কেন রটাচ্ছে? পূজার ভাষ্যে, ‘দেখুন, আমি সাড়ে চার বছর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। করতে থাকুক। এখন কিছু আর বলব না। আমার ধৈর্যের সীমা অতিক্রম করলে তখন মুখ খুলব।’

মাঝে গুঞ্জন রটেছিল, বুবলীর সঙ্গে হাতাহাতি হয়েছে পূজার। তবে এটা সত্য নয় বলে জানালেন তিনি। পূজার কথায়, ‘আমিও এটি শুনেছি। শুনে অবাক হয়েছি। এটা কীভাবে কী হলো, কোথা থেকে এই খবর বেরোল, আমি জানি না। চরম মিথ্যা কথা। আমার সঙ্গে বুবলী আপার দুই দিন দুটি অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছিল। কথা হয়েছিল একটা শোতে। জাস্ট হাই–হ্যালো হয়েছে, এতটুকুই। যারা এসব কথা বলছেন, তারা প্রমাণ দিক যে আমরা শাকিব খানের বাসায় মারামারি করেছি। এ রকম কোনো মারামারি, গ্যাঞ্জাম হয়নি। আমি যদি মিথ্যা বলি, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। ব্যাপারটা এত বাজেভাবে ছড়াচ্ছে, আর মানুষ এটা বিশ্বাস করছেন।’

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজার। চার বছর ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠানটির অধীনে। এরপর স্বতন্ত্রভাবে কাজ শুরু করেন। তার দাবি, জাজ থেকে বেরিয়ে আসার পর থেকেই তাকে নিয়ে নানাভাবে অপপ্রচার করা হচ্ছে।

আপাতত পূজা নিয়েই ব্যস্ত আছেন নায়িকা। ছোটবেলায় পূজার সময়টাতে দেশের বাড়ি খুলনা গেলেও এখন পূজাতে ঢাকাতেই থাকেন বলে জানান পূজা। এ বছর তো পূজোতেও স্বস্তিতে নেই পূজা।

এদিকে ১৩ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা পূজার। ওই অনুষ্ঠানে শাকিবেরও অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু এই নায়ক আপাতত যুক্তরাষ্ট্রে যাবেন না বলে শোনা যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn